চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মানিকছড়িতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

মানিকছড়ি সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ইউএনওর হস্তক্ষেপে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঢাকাইয়া শিবির গ্রামের এক মাদরাসাছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বিবাহ বন্ধ ও মুচলেকা গ্রহণ করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।

 

উপজেলা প্রশাসনের তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকাইয়াশিবির গ্রামের সুফিয়া বেগমের বাড়িতে বাল্য বিবাহের তথ্য পেলে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করেন ইউএনও। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিততে এ বিয়ে বন্ধ করা হয় এবং কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিয়ে দিতে পারবে না মর্মে কিশোরীর মা সুফিয়া বেগম থেকে মুচলেকা নেয়া হয়।

 

এ বিষয়ে ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, মেয়ের বিবাহের বয়স পূর্ণ না হওয়ায় বিবাহ বন্ধ করা হয়েছে এবং মেয়ের বয়স পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবে না মর্মে কনের মার মুচলেকা নেয়া হয়।

 

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট