চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

বাঁশখালীতে ৫ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৪ | ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ অভিযানে ৫ মামলার আসামি সিরাজুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সিরাজুল স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কালীপুর ইউনিয়নের গুণাগরি থেকে তাকে গ্রেপ্তার করে রামদাশহাট তদন্তকেন্দ্র পুলিশ।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হজুত্যাপাড়ার ওয়াজেদ আলীর ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন, জিআর মামলাসহ ৫টি মামলা রয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট