চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি

২৯ নভেম্বর, ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে বুধবার (২৭ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি নবাব খানের নেতৃত্বে ও বিএনপি নেতা মঈনুদ্দিন পারভেজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নুরুল আলম কালু, মুজিবুর রহমান, মান্নান নুরু, একেএম নিজাম উদ্দিন, সালাহ উদ্দিন বাসু, তারেকুর রহমান জনি, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক বারেক, মানিক সরকার, ফরুক, আনিস, নাঈম, বাবু খান, আরিফ, সুমন, জব্বার খান, খসরু, বাছির, ঈসান, শাফিন, আসিফ প্রমুখ। এ সময় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি নবাব খান বলেন, এডভোকেট সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলত শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে উগ্রবাদী ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ইসকন দেশের সার্বভৌমত্বের হুমকি।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট