চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে হত্যা মামলার আসামি আ.লীগ কর্মী গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের কদলপুর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাহতাব উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

বুধবার (২৭ নভেম্বর) রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে থানায় হস্তান্তর করার পর পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে স্থানীয় বৃদ্ধ মুহাম্মদ রফিক হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া ওই গ্রামের মিজানুর রহমান চৌধুরী নামের এক শিক্ষকের বাড়িতে হামলা, ভাংচুরসহ হত্যার হুমকি দেয়াসহ নানা ঘটনায় ওই শিক্ষক পরিবারের তিনটি মামলার আসামি সাহতাব। পরোয়ানভুক্ত এই আসামিকে র‌্যাব আটক করে রাউজান থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ শিক্ষক পরিবারের মামলা আছে। এছাড়া আরো একাধিক মামলার আসামি সাহতাব।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট