চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় চোরাই অটোরিক্সাসহ আটক ৩

পেকুয়া সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৪ | ৮:১৯ অপরাহ্ণ

পেকুয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিক্সাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আঞ্চলিক সড়কের (এবিসি) বারবাকিয়া ব্রিজ থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মুন্সিখিলের আমির হোসেনের ছেলে কায়সার হামিদ (৩০), মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ রুস্তম (২২) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে মোক্তার হোসেন (৪০)।

এ সময় তাদের কাছ থেকে নম্বরবিহীন একটি চোরাই সিএনজিচালিত অটোরিক্সা উদ্ধার  করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পেকুয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, আটককৃতরা পেশাদার চোর। তাদের কাছ থেকে একটি সিএনজি জব্দ করা হয়। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এমিটি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট