চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

নাশকতা মামলায় নাইক্ষ্যংছড়ির দুই চেয়ারম্যান কারাগারে

নাইক্ষ্যংছড়ি, সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৪ | ৭:২৪ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের দায়ের করা মামলায় দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হকের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

কারাগারে পাঠানো দুই চেয়ারম্যান হলেন, নাইক্ষ্যংছড়ি বাইশারি ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি (৫০) ও দোছড়ি  ইউপি চেয়ারম্যান মো. ইমরান (৫৫)।

জানা গেছে, গত ১০ নভেম্বর নাইক্ষংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এই দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায়  মামলা দায়ের করেন উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আলমগীর হোসেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে  আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এমটি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট