চট্টগ্রামের মিরসরাইয়ে মো. ফারুক নামে এক কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও কৃষক মো. ফারুক গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন ভিতরে থাকা ৪টি গরুর একটিও নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর খোঁজ মেলেনি।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. ফারুক বলেন,‘সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি আমার সব গরু চুরি করে নিয়ে গেছে। গরুগুলো আমার দুই আত্মীয় থেকে বর্গা নিয়ে লালন-পালন করছিলাম। কিন্তু চোরের দল আমার সব শেষে করে দিয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। গরুগুলোর বর্তমান বাজার মূল্য ৩ লাখ টাকা।’
চুরির ঘটনায় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, ‘ওয়াহেদপুর এলাকার কৃষক মো. ফারুকের গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ক্ষতিগ্রস্ত কৃষক মামলা করবেনা বলে জানিয়েছে।’
পূর্বকোণ/পিআর