চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

কুতুবদিয়ায় ঘুমের মধ্যেই শিক্ষা কর্মকর্তার মৃত্যু

কুতুবদিয়া সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৪ | ১২:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘুমের মাঝে মারা গেলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।

 

আজ বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল গেটস্থ ভাড়া বাসা থেকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। তিনি চকরিয়ার কাকারা ইউনিয়নের বাসিন্দা।

 

জানা যায়, নিহত শহীদুল্লাহ বুধবার দুপুরে উপজেলার লেমশীখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে বিকেলে উপজেলায় রওয়ানা দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের ভাড়া বাসায় বিশ্রামে গিয়ে স্ট্রোক করেছেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন পূর্বকোণকে জানান, পুলিশ খবর পেয়ে তাকে ওই বাসা থেকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের মরদেহটি তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট