চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে লাইসেন্স ও খাদ্যপণ্য উৎপাদনের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) উপজেলায় কলেজ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কলেজ বাজার এলাকায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মূল্য এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় আধুনিক বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় শাহ আমানত হোটেল এন্ড বিরানী হাউজকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন- ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেন।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, নানান অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট