চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে বেকারি ও গাড়ি চালককে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৪ | ৯:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একটি বেকারি ও এক পরিবহন চালককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।

 

তিনি জানান, পণ্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বুধবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অপরিচ্ছন্ন পরিবেশে নাস্তা তৈরি, প্যাকেটে মেয়াদ তারিখ না থাকাসহ বিভিন্ন অভিযোগে মো. মাসুদ রানার মালিকানাধীন তিতাস বেকারিকে ১ লাখ টাকা এবং সড়ক পরিবহন আইন না মানায় গাড়ি চালক মো. নিজাম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট