চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

জমি লিখে না দেয়ায় স্বামীকে পেটালো স্ত্রী

চকরিয়া সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৪ | ৮:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় জমি লিখে না দেওয়ায় মো. হোসেন নামে এক ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর জখম করেছে তার স্ত্রী ও দুই ছেলে।

 

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মো. হোসেন (৫৮) ওই এলাকার আলী আহমদের ছেলে।

 

জানা যায়, মো. হোসেন তাবলীগ জামায়াতের সফরে প্রায় সময় চিল্লা করতে যান। এ কারণে নিজের স্ত্রী মনোয়ারা বেগম ও তার দুই ছেলে রিদুয়ানুল হক ও সাহেদুল ইসলাম মিলে সকালে তাদের নামে জমি লিখে দিতে চাপ দেয়। এ সময় জমি লিখে দিতে অস্বীকার করায় স্ত্রী ও দুই ছেলে মিলে লোহার রড় ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। বিকালে এ ঘটনায় চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, বাবাকে পিটিয়ে আহত করার ঘটনায় এজাহার দিলে মামলা নেয়া হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট