চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

ফটিকছড়ির নানুপুরে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাজিরহাট সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৪ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামে মুহাম্মদ মোসলেন উদ্দিন মহসিন (৩২) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে।

 

আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্ত এলাকার খিরাম নানুপুর সড়কের পাশে ৩ তলা ভবনের ছাদে ওই ব্যক্তির মরদেহ ঝুলতে দেখেন পরিবারের লোকজন। নিহত মহসিন ওই এলাকার আলম চাঁদ বাড়ির মুহাম্মদ খোরশেদের ছেলে।

 

ফটিকছড়ি থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

জানা গেছে, নিহত প্রকৌশলী ভাইদের নিয়ে যৌথভাবে নিজ বাড়ির সামান্য অদূরে খিরাম নানুপুর সড়কের পাশে তিনতলা ভবন করেন। ওই ভবনের ছাদের একটি লোহার রডের সাথে রশির সহায্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। ছাদের দরজা আগে থেকে ভেতর থেকে আটকানো ছিল।

 

পরিবারের লোকজন দীর্ঘ সময় ধরে নিহতজনকে না দেখে খোজাখুজি করলে ছাদের দরজা ভেতর থেকে আটকানো দেখে তাদের সন্দেহ হয়। ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ছাদে প্রবেশ করেলে ঝুলন্ত মরদেহ দেখা যায়।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, বিষয়টি আমরা একটু আগে জেনেছি। আমি সাব ইন্সপেক্টর পাঠিয়েছি, ওনি এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট