কক্সবাজারের চকরিয়ায় রান্নার গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর কাকারা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার আনিসুর রহমানের বাড়িতে রান্নাঘরে চুলায় আগুন দিতে গেলে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ