চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে উপজেলায় ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

হাটহাজারী, কাপ্তাই ও মিরসরাই সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী ও কাপ্তাইয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভাস্থ ডাক বাংলো সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে উক্ত ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভ করে।

 

বিক্ষোভ পরবর্তী ছাত্র-জনতা জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে শত শত ছাত্র-জনতা অংশ নিয়ে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে ফের কলেজগেট হয়ে কাচারী সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা এলাকায় এসে মোনাজাতের মধ্য দিয়ে শেষ করে। ওই সময় মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

 

কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল

এছাড়াও রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত কাপ্তাইয়ের বিএসপিআই সাধারণ শিক্ষার্থীরা শিল্প এলাকা বটতল হতে নতুন বাজার, জেটিঘাট প্রদক্ষিণ করে লগ গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।

 

উভয় জায়গায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান।

 

উল্লেখ্য, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা ওই তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে।

 

মিরসরাইয়ে ‘তৌহিদী জনতার’ বিক্ষোভ মিছিল

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মিরসরাই উপজেলার তৈহিদী জনতা।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে বিক্ষোভ মিছিল ও পৌর বাজারের শাহ আমানত রেস্টুরেন্টের সামনে সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন আহমেদ হাসান জাবের, মঞ্জুর এলাহি সৈকত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহমিদ খানসহ প্রমুখ।

 

পরে নিহত আইনজীবী সাইফুল ইসলামের আলিফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

পূর্বকোণ/খোরশেদ/কবির/সাদমান/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট