চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৩

টেকনাফ সংবাদদাতা 

২৬ নভেম্বর, ২০২৪ | ১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে জিম্মি করে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া দুই রোহিঙ্গা হলেন- উখিয়ার বালুখালি ৮ নম্বর ক্যাম্পের আবুল বাছেরের ছেলে মোহাম্মদ শামশু (৫০) এবং বালুখালি ১১ নম্বর ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে আনিছুল আলম (২৮)।

 

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাইফুল (২২), মাঠপাড়ার মো. কবিরের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও মো. রবিউলের স্ত্রী নাছিমা আক্তার (৩০)।

 

আগের দিন সোমবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়ায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এই দুই রোহিঙ্গা মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। 

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দুইজনকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট