চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

বোয়ালখালী সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৪ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও ২৪ টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদু হাজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)।

 

এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের ঘরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় তৈরি ইম্প্রোভাইজড পিস্তল এবং ২৪টি ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্রসহ আসামিদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট