চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় ডাকাত দলের সদস্য ট্যাটু সোহেল গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৪ | ৮:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি ট্যাটু সোহেলকে (২৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মহতরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

 

সেনাবাহিনী সূত্র জানান, টহল চলাকালীন সেনাবাহিনীর পিকআপ দেখে আটক ট্যাটু সোহেলসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে, তৎক্ষণাৎ টহল কমান্ডারের নির্দেশে ধাওয়া করে আসামিকে আটক করা হয়, পরবর্তীতে জানা যায় তারা ডাকাতির পরিকল্পনা করছিলো, আসামি ডাকাত দলের সক্রিয় সদস্য। আইনি প্রক্রিয়ার জন্য আটককে সুস্থ অবস্থায় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট