চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় বিয়ে বাড়ির সাউন্ডবক্সের তারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পেকুয়া সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৪ | ৬:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশির বিয়ে বাড়ির ডেকোরেশনের সাউন্ডবক্সের তারে বিদ্যুতায়িত হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালীর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু মো. হামিদ বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার কামাল হোসেন ও আনিছা বেগম দম্পতির ছেলে।

 

নিহত শিশুর পিতা কামাল হোসেন বলেন, সাউন্ড বক্সের তারে বিদ্যুতায়িত হলে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদুল ইসলাম জানান, মোস্তাকের বিয়ে বাড়িতে ডেকোরেশনের তারে অসাবধানবশত বিদ্যুতায়িত হয়ে শিশু হামিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুর পিতামাতার কোন প্রকার অভিযোগ না থাকায় পেকুয়া থানা প্রশাসন পিতামাতার কাছে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত জানিয়েছে ।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। নিহত শিশুর পিতা-মাতা লিখিতভাবে অনাপত্তি দেওয়ার কথা বলেছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট