চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফ সৈকতে নিখোঁজ ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৪ | ১২:৫৭ অপরাহ্ণ

টেকনাফের মহেশখালীপাড়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- মোহাম্মদ নজিরের ছেলে নজরুল ইসলাম (১৩) এবং কোরবান আলীর পুত্র ইমরান (১২)।

 

সোমবার (২৫ নভেম্বর) ভোররাতে টেকনাফের বাহারছড়া শীলখালী ও সাবরাং সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, সদর ইউনিয়নের খোনকারপাড়া আশ্রাফিয়া দারুন-নাজাত মাদ্রাসার হেফজ বিভাগের ১০-১৫ জন শিক্ষার্থী গতকাল মেরিন ড্রাইভ শিশু পার্কের দক্ষিণ পাশে খোনকারপাড়া নারিকেল বাগানের ঘাটে সমুদ্রের তীরে ফুটবল খেলছিল। ফুটবল খেলা শেষে নুর কামাল, নজরুল ইসলাম এবং ইমরান নামে তিন কিশোর সমুদ্রের পানিতে গোসল করতে নামে। সমুদ্রের তীব্র স্রোতের কারণে তিনজনই তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নূর কামালকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নজরুল ইসলাম এবং ইমরান নিখোঁজ ছিল। আজ ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট