চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রায়হান উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার ভাটিয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রায়হান উদ্দিন উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দোয়াজিপাড়া এলাকার মৃত ডা. আবু বকরের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, রায়হানের বিরুদ্ধে একাধিক মামলা আছে। ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিলো। আজ রবিবার তার অবস্থান জানতে পেরে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ