চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে সড়ক পার হওয়ার সময় বৃদ্ধের মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৪ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম মো. কামাল (৬৫)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোমিন শাহা বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

 

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক।

 

আজ রবিবার সন্ধ্যার দিকে একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের আয়োজন তদারকি করে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন কামাল। এ সময় চট্টগ্রামমুখী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫৯২৭২) তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. কামাল। ঘটনার পর পরই স্থানীয়রা কয়েকটি মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারটির পেছনে ধাওয়া দেয়। পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন হেফজখানা এলাকা থেকে চালককে আটক করে।

 

এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এ বিষয়ে উপ-পরিদর্শক ফারুক বলেন, নাজিরহাট হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন।

 

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সদস্যরা গেছেন। কারটি জব্দ করেছে স্থানীয়রা। তবে চালককে আটক করতে পেরেছে কিনা এখনো জানতে পারিনি। বিস্তারিত সংগ্রহে কাজ করছে পুলিশ।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট