চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক ১

উখিয়া সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৪ | ৬:১০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ক্রাইম জোন খ্যাত পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি।

 

রবিবার (২৪ নভেম্বর) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

 

আটককৃত আব্দুর রহিম (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আলতাফ মিয়ার পুত্র। আব্দুর রহিমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

রবিবার (২৪ নভেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, আটক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ হস্তান্তরকৃত আসারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট