চট্টগ্রামের আনোয়ারায় জুঁইদণ্ডি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়ের আহামদসহ (৫৭) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডি খুরুস্কুল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হল- মুহাম্মদ মোরশেদ আলম (২৩), মুহাম্মদ মুসলিম উদ্দিন (২৫) ও আমিনুল হক (৪২)। তারা সবাই জুঁইদণ্ডি খুরুস্কুল এলাকার হাজীরো নতুন বাড়ির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক খায়ের আহামদের বিরুদ্ধে জিআর মামলা ও রাজনৈতিক মামলা এবং অন্যদের জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ