চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু কর্ণফুলীতে

কর্ণফুলী সংবাদদাতা

২৩ নভেম্বর, ২০২৪ | ৪:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুরে ডুবে তানিশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুরে ডুবে তানিশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফাজিলখাঁর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানিশা ফাজিলখাঁর হাট এলাকার বাদশা সওদাগরের বাড়ির মো. সালাউদ্দিনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় খেলছিল শিশু তানিশা। এ সময় খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশে একটি পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. বাহাদুর খাঁন বলেন, শিশু তানিশা খেলার ছলে পুকুরে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্বকোণ/নয়ন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট