চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পারকি সৈকত থেকে ছিনতাইকারী ধরলো সেনাবাহিনী

আনোয়ারা সংবাদদাতা

২৩ নভেম্বর, ২০২৪ | ৪:৩৫ অপরাহ্ণ

আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত থেকে ফেরার পথে পর্যটকদের মারধর করে লুট করার ঘটনায় ছিনতাইকারী দলের সদস্য মো. ইমন (২৫) কে আটক করেছে সেনাবাহিনী।

 

শুক্রবার ( ২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সমুদ্র সৈকত থেকে তাকে আটক করা হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়,  সৈনিক সুফিয়ান ও তার বন্ধুরা পারকি বীচ থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তাদের আটকিয়ে মারধর করে আনুমানিক ২৯হাজার টাকা ও ৩ টি হেলমেট নিয়ে পালিয়ে যায়। এসময় সৈনিক সুফিয়ান ও তার বন্ধুরা ইমন নামের ছিনতাইকারী দলের এক সদস্যকে ধরে ফেলতে সক্ষম হলেও বাকি ৬ ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম আসামিকে ক্যাম্পে নিয়ে আসে। এসময় তার কাছ থেকে লাইসেন্স বিহীন ১টি সিএনজি ও ১টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

 

বাকি ৬ ছিনতাইকারী হল- মোঃ মামুন, আলমগীর, রাশেদ, হেলাল, ওলি ও মহিউদ্দিন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.মনির হোসেন বলেন, এক ছিনতাইকারীকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী, আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট