চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

ফিশারিঘাটে অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৪ | ১১:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুর ২টায় লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, লাশের আনুমানিক বয়স ২৮-৩০ বছর। তার পরনে ছিল পুলহাতা গেঞ্জি, জিন্সের প্যান্ট এবং পায়ে ছিল কেটস। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য স্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট