চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মোড়কে আগাম উৎপাদন তারিখ, কর্ণফুলীর হোসেন ফুড গুনল জরিমানা

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৪ | ৮:২২ অপরাহ্ণ

পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ থাকায় কর্ণফুলীর হোসেন ফুড এন্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে কর্ণফুলীর খোয়াজনগর সৈন্যারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হোসেন ফুড এন্ড কনফেকশনারি বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির খাদ্য পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ দেখা যায়। এছাড়াও এ বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট