চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

বাঁশখালীতে সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

বাঁশখালী সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদের বোতল ও বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২০ নভেম্বর) রাতে শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনকিরচর গুন্নাগো বাড়ির উত্তর পাশে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলো- চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনীর দাগনভূঞা ৪ নম্বর ওয়ার্ড মুন্সিবাড়ির আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ (৩৬) ও গাইবান্ধা সদর থানার মধ্য আনতেল গ্রামের হাফিজার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৭)।

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নদীপথে বেশকিছু মাদক এনেছে ব্যবসায়ীরা- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২৫টি বিদেশি মদের বোতল, ৫১৯ টি বিয়ার ক্যান ও একটি মাইক্রাবাসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসএস পাওয়ার প্ল্যান্টের জেটিঘাট ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে এসব বিদেশি মদ শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম শহরে নেয়ার উদ্দেশ্য ছিল। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট