চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

মহেশখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণ, অর্ধলক্ষ টাকা জরিমানা

মহেশখালী সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার শাপলাপুর অংশে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা চাকমা, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন, শাপলাপুর বিট কর্মকর্তা নুরুল আলম নাহিদ, দিনেশপুর বিট কর্মকর্তা মনজুর মুর্শেদসহ বিভিন্ন স্টাফবৃন্দ।

 

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করার খবর পেয়ে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। আর যেন বনের জমিতে স্থাপনা নির্মাণ করা না হয় সে জন্য হুঁশিয়ার করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট