চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় জমি দখলে গিয়ে বিদেশি অস্ত্রসহ দুই সহোদর আটক

উখিয়া সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৪ | ১০:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় অবৈধভাবে জমি দখলের সময় বিদেশি অস্ত্রসহ দুই সহোদরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে দুইজনকে উখিয়া থানা পুলিশের নিকট সোর্পদ করেছেন। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ম্যাগজিন সংযুক্ত পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়।

 

আটকরা হল, উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা গ্রামের বাসিন্দা ইসমাইলের দুই ছেলে মো. ওসমান সরওয়ার (২১) ও ওসমান গনি প্রকাশ মানিক (২৪)।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় জমি দখল করতে গেলে এ ঘটনা ঘটে। এ অভিযানের নেতৃত্ব দেন উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট