চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিন ভ্রমণ বিধিনিষেধের প্রতিবাদে সড়ক অবরোধ: শহর জুড়ে যানজট

কক্সবাজার সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৪ | ৮:১৪ অপরাহ্ণ

কক্সবাজার শহরে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সেন্টমার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে তারা এই কর্মসূচি পালন করেন।

 

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সড়ক অবরোধ চলে। এতে কক্সবাজার শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। পর্যটকসহ সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়।

 

সেন্টমার্টিনের বাসিন্দারা দাবি করছেন, পরিবেশের নামে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তা তাদের জীবিকা হরণের সমান। তারা চান, সরকার যাতে পর্যটনকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নেয়।

 

কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সেন্টমার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের ফলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এতে করে হোটেল, রেস্তোরাঁসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

 

এদিকে, সরেজমিনে গিয়ে দেখা গেছে, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়ায় নিয়ে সেন্টমার্টিনের লোক পরিচয়ে আন্দোলনে অংশগ্রহণ করছে।

 

পরিবেশ নেতা কলিমুল্লাহ বলেছেন, কিছু স্বার্থান্বেষী মহল সরকারের একটি ভালো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে এ আন্দোলন করছে। এছাড়া পর্যটন ব্যবসার নামে কতিপয় পর্যটন ব্যবসায়ীরা নিজ স্বার্থ হাসিল করতে সেন্টমার্টিনের প্রকৃতি-প্রতিবেশ ধ্বংসে আবারও আন্দোলনের নামে ষড়যন্ত্রে নেমেছে।

 

পরিবেশ নেতা নজরুল ইসলাম বলেন, জীবনে যারা সেন্টমার্টিনে যায়নি তারাও দেখি সেন্টমার্টিনের বাসিন্দা বলে আন্দোলনে আছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট