চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় চোলাইমদ নিয়ে নারীসহ গ্রেপ্তার ৩

আনোয়ারা সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৪ | ৩:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ১৪৪ লিটার চোলাইমদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়। 

 

সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটকরা হলো-মো. জমির হোসেন (৪৮) তার স্ত্রী সালমা বেগম (৪৫) ও মর্জিনা আক্তার (৩৪)। তারা এ কই গ্রামের বাসিন্দা।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক বিক্রি করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত ৮ টার দিকে একই বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে ১২৪ লিটার দেশীয় মদ, নগদ ৩০ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট