চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সাতকানিয়ায় আগুনে পুড়ল ৩ বসতঘর

সাতকানিয়া সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৪ | ১২:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ১৫ লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- আবুল কাশেম, আবদুল শুক্কুর ও আব্দুল গফুর।

জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

পূর্বকোণ/মুন্না/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট