চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

হাটহাজারীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

হাটহাজারী সংবাদদদাতা

১৮ নভেম্বর, ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে অসুস্থ ভগ্নিপতিকে দেখে হাটহাজারী ফেরার সময় বাসচাপায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার পরে হাটহাজারী মহাসড়কের ১১ মাইল এলাকার ১০০ মেঘওয়াট পিকিং পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মাওলানা মোহাম্মদ শোয়েব। তিনি ১১ মাইল এলাকার শাহ অলিউল্লাহ মাদ্রাসার শিক্ষক। তিনি মহেশখালী হুজুর হিসেবে এলাকায় পরিচিত। তার বাড়ি মহেশখালীর মাতারবাড়ি বলে জানা গেছে।

 

রাত সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে অসুস্থ ভগ্নিপতিকে দেখে বাসে করে হাটহাজারী ফেরার সময় ১১ মাইল বিদ্যুৎকেন্দ্রের সামনে বাস থেকে নামতে গিয়ে ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। এদিকে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বাসটি পুলিশের হেফাজতে নেয়।

 

জানা যায়, ৭-৮ বছর ধরে ১১ মাইল শাহ অলিউল্লাহ মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন নিহত শোয়েব। ৬-৭ মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট