চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ৬ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৪ | ২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- কৈখাইন গ্রামের চুন্নু মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের পুত্র দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মো. দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০)।

 

বিষয়টি নিশ্চিত করে কৈখাইন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো পরিবার এখন নিঃস্ব।

 

আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মংসুইনু মারমা বলেন, ভোররাতে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট