চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আনোয়ারায় সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৪ | ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় গোপন তথ্যের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

রবিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নিয়মিত টহল দেয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুস্থ অবস্থায় আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট