দোকানে মূল্য তালিকা না রাখায় চট্টগ্রামের বোয়ালখালীতে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ নভেম্বর) উপজেলার দাশের দীঘি পাড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পলিথিন ব্যবহার নিষিদ্ধকরণের বিষয়ে কাঁচা বাজার দোকানিদের সচেতন করা হয়।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ