চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

হাটহাজারীতে অভিযান, সাড়ে ৩ কোটি টাকার জমি সরকারি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

১৭ নভেম্বর, ২০২৪ | ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে সরকারি জমি ভরাট করে নির্মিত দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকার জমি উদ্ধার করা হয়।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সরকারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি), লুৎফুন নাহার শারমীন।

ইউএনও মশিউজ্জামান জানান, অবৈধভাবে সরকারি জমি ভরাট করে জৈনক স্থানীয় ব্যবসায়ী দোকান নির্মাণ করে। অবৈধভাবে জায়গা দখল করে রাখার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করে সরকারি ৩২ শতক জায়গা উদ্ধার করা হয়। উদ্ধার জায়গার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট