চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ডে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

১৭ নভেম্বর, ২০২৪ | ৩:৪৮ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মোটরসাইকেল দূর্ঘটনায় মোহাম্মদ ইমরুল হক (৪৮) নামক এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল মিরসরাইয়ের নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ। তিনি খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকাকার মৃত মহিউদ্দিন হকের ছেলে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ সমিতি সীতাকুণ্ড অফিসের দায়িত্বরত ডিজিএম পঙ্কজ চৌধুরী বলেন, নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ ইমরুল নিজামপুর অফিস থেকে মোটরসাইকেলে অফিসে ফেরার পথে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল এক আরোহীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট