চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে বিএনসিসির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান

স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে বিএনসিসির সদস্যরা

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪ | ১২:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর সদ্য পদোন্নতি প্রাপ্ত ২০ জনকে পদোন্নতি র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে তিনজন মেজর, পাঁচজন ক্যাপ্টেন, সাতজন লেফটেন্যান্ট এবং পাঁচজন সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাওয়া বিএনসিসি অফিসারদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান-এনডিসি, পিএসসি।

এ সময় কর্ণফুলি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, বিএনসিসি দেশের প্রয়োজনে এবং জনগণের প্রয়োজনে তাদের শ্রম ও মেধা দিয়ে সবসময় সাহায্যে এগিয়ে আসছে। দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সাম্প্রতিক সময়ে ফেণী, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষকে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রমে বিএনসিসির ভূমিকা ছিল প্রশংসনীয়।

প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের উদ্দেশ্য করে বলেন, নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারগণই পদোন্নতি পেয়েছেন। এতে করে আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল। মতাদর্শের ঊর্ধ্বে থেকে নিজ নিজ পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এমনটাই আশা করছি।

এরপর বিএনসিসির মহাপরিচালক অনুষ্ঠানস্থলে একটি কেক কেটে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট