চট্টগ্রাম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে অস্ত্রধারীদের গুলিতে আহতের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৪ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় অস্ত্রধারীদের গুলিতে আহতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় মামলা রুজু হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শনিবার (১৬ নভেম্বর) রাতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার পাঁচজন হল- রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে মো. রুবেল (৩১), তার ভাই মো. জুয়েল (২৩), একই এলাকার মো. বাবুলের ছেলে মো. আবদুূল (২০) ও বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকার মৃত আবুল মাঝির ছেলে মো. কামাল প্রকাশ পাট্টা কামাল এবং একই এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে বাবলু (২৮)।

 

রাউজান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, মুখোশধারীদের করা গুলিতে একই এলাকার বেশ কিছু সংখ্যক মানুষ গুলিবিদ্ধের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ শনিবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, আহতের ঘটনায় আহত মহিউদ্দিনের ভাই মো. সালাউদ্দিন বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে মামলা দায়ের করে। ঘটনায় জড়িত পাঁচজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদরে কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। আজও অভিযান চালানো হয়েছে।

 

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাউজান উপজেলা নেয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়া এলাকায় ২০-২৫ জনের একদল মুখোশধারীর করা গুলিতে ১৫ জন আহত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১ জন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট