চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে জায়গা দখল নিতে বাধা পেয়ে বৃদ্ধকে খুন!

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৪ | ৭:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা দখলে নিতে গিয়ে বাধা পেয়ে এক বৃদ্ধকে হত্যা করেছে দুস্কৃতকারীরা। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম মীর ইউসুফ আলী (৬৮)।

 

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইউসুফ আলী সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার বাসিন্দা ইউসুফ আলীর পৈত্রিক সম্পত্তির এক অংশ তার এক ভাই অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। শনিবার দুপুরে ঐ জায়গার ক্রেতা নিজের জায়গা দখলে নিতে আসেন। কিন্তু সেখানে গিয়ে বাধা দেন বৃদ্ধ ইউসুফ। তিনি ক্রেতাকে বলেন, পুরো জায়গাটি আমাদের ভাইদের একথা ঠিক। কিন্তু কোন অংশ কার তা নির্ধারণ করা হয়নি। আপনি নিজের পছন্দমতো অংশ নিজে নিজে মেপে নিয়ে নিলে হবে না। জায়গা বুঝে নিতে হলে সকল মালিককে নিয়ে পরিমাপ করতে হবে। আজ জায়গা দখল নেয়া যাবে না। আরেকদিন সবাইকে একত্রিত করে পরিমাপ করবেন।

 

এদিকে বাধা পেয়ে ক্ষেপে যান জায়গার ক্রেতা। এ নিয়ে দুই জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ক্রেতা ইউসুফ আলীকে মাটিতে ফেলে চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান।

 

নিহত মীর ইউসুফ আলীর মেয়ের জামাই মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, জায়গাটি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিরোধপূর্ণ জায়গার একাংশ কিনে নিয়ে এক ব্যক্তি তা দখলে গেলে আমার শ্বশুর বাধা দেন। এসময় হেলাল, আলা উদ্দিন ও মামুনসহ প্রতিপক্ষের লোকজন আমার শশুর ইউসুফকে আঘাত করলে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান বলেন, জায়গা নিয়ে বিরোধে ছিলো। শনিবার বিকেলে পরিমাপের সময় হাতাহাতির ঘটনা ঘটে। এতে পাশের জমিতে পড়ে যায় ইউসুফ। পরবর্তীতে তার মৃত্যু হয়। পরিবার দাবি করছে আঘাতে মৃত্যু হয়েছে। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। তবুও ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে হত্যা-মামলা দায়ের করবে বলে জানিয়েছেন। তারা মামলা করতে আসলে মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট