চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ফটিকছড়ির দাঁতমারা মাদ্রাসায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪ | ১:৫১ অপরাহ্ণ

ফটিকছড়ির প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসায় সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৬ নভেম্বর) সকালে দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে প্রাক্তন শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ভূজপুর থানার ওসি আরজুন আহমেদ, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুহাম্মদ আল কাদেরী। অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইউছুপ জাফর চৌধুরী শাহিন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী প্রমুখ।

 

অনুষ্ঠানটি মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এসময় পুরনো দিনের নানা স্মৃতিচারণ করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট