চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে বাস থেকে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪ | ১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামিরা হলো- খাগড়াছড়ি জামতলী ইসলাম কলোনির আব্দুল হান্নানের ছেলে মো. নুরুজ্জামান (৩৭) ও খাগড়াছড়ি জামতলী বাঙ্গালীপাড়ার মৃত আবদুল ছামদের ছেলে মো. আব্দুল হান্নান (৩৯)।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট বাজারস্থ গ্রিণ টাওয়ারের সামনে গাড়ি তল্লাশির সময় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে পালানোর সময় দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাখা বাসের মালামাল বক্স থেকে ৫টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট