চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চন্দ্রঘোনায় চোলাইমদ ও অটোরিকশাসহ গ্রেপ্তার ২

কাপ্তাই সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় চোলাইমদ ও একটি অটোরিকশাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হল- রাঙ্গুনীয়া পৌরসভার সৈয়দবাড়ির মৃত মোস্তফার ছেলে অটোরিকশাচালক মো. বেলাল (৪২) ও ইছাখালী গুচ্ছ গ্রামের মফিজুর রহমানের ছেলে ইমরান হোসেন।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বাঙালহালিয়ার ফেরীঘাটগামী পাকা রাস্তা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশার ভিতর থেকে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট