চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খালে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়া শামলাপুর ঢালারমুখ এলাকায় পিয়ারা বাগান সংলগ্ন পাহাড়ি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

নিহতরা হল- স্থানীয় শামলাপুর ঢালারমুখ এলাকার বেলাল উদ্দিনের পুত্র মসিফাত (১১) এবং আনোয়ারুল ইসলামের পুত্র মো. ইব্রাহিম (৮)।

প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, দু’জন খালে গোসল করতে নামে। এতে হঠাৎ একজনকে পানিতে ডুবে যেতে দেখলে তাকে বাঁচাতে গেলে অপরজনও ডুবে যায়। এত প্রাণ হারায় দুজনই।

জানা গেছে, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে এশার নামাজের পর দাফন করা হয়েছে।

বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি দস্তগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট