চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা দাবি!

আনোয়ারা সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৪ | ৯:৫০ অপরাহ্ণ

আনোয়ারায় সহকারী কমিশনার (ভূমি)’র নাম করে বরফকল, করাত-কল, ইটভাটা থেকে চাঁদা তুলে দিতে উপজেলার ১১নং জুঁইদণ্ডি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্যকে ফোন দিয়েছে জনৈক দুর্বৃত্ত। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থানায় সাধারণ ডায়েরি করেন।

এর আগে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসারের পেইজ থেকে এই বিষয়ে কেউ প্রতারিত না হতে সতর্কবার্তা দেওয়া হয়। এসিল্যান্ডের করা জিডি সূত্রে জানা যায়, গত ১১নভেম্বর (সোমবার) জুঁইদণ্ডির ইউপি সদস্য নুরুন্নবীর মোবাইলে কল দিয়ে এসিল্যান্ড আনোয়ারা দাবি করে এলাকার বরফকল মালিক ও ইটভাটা মালিকদের কাছে টাকা চাইতে বলেন। টাকা না দিলে মোবাইল কোর্ট চালানো হবে বলে হুমকি প্রদান করেন ভূয়া পরিচয়দানকারী ব্যক্তিটি।

এ বিষয়ে ইউপি সদস্য নুরুন্নবী জানান, গত ১১তারিখ জোহরের নামাজের আগে অজ্ঞাত একটি নাম্বার থেকে এসিল্যান্ড পরিচয়ে ফোন দেয়। এসময় তিনি বরফকল, করাত-কল, ইটভাটার সংখ্যা এবং মালিকদের নাম্বার চায়। পরবর্তী একই নাম্বার থেকে এক করাতকল মালিককে ফোন করে বিকাশে টাকা পাঠায়তে বলে এবং না পাঠালে অভিযান পরিচালনা করার হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি আমরা এসিল্যান্ড মহোদয়কে অবগত করি।”

এ বিষয়ে আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহম্মদ বলেন, এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিয়েছি, এবং থানায় জিডি করেছি।

পূর্বকোণ/সুমন/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট