চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নাইক্ষ্যংছড়ি

১৪ নভেম্বর, ২০২৪ | ৮:৪০ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ক্যানু মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি ক্যানু মার্মা (৫০) নাইক্ষ্যংছড়ি ধুংড়ি হেডম্যান পাড়ার মং নাই মার্মার ছেলে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্বকোণ/শামীম/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট