চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে পর্যটক ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৪ | ৬:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৩টায় র‍্যাবের সিপিএসসি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাবের গোয়েন্দা তথ্য অনুযায়ী- কক্সবাজার সদর থানার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা পয়েন্টের হোটেল প্যারাডাইস প্রসাদ সংলগ্ন ঝাউবাগান এলাকায় একটি ডাকাত দল ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। অভিযান চালিয়ে র‍্যাব ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি হাতঘড়ি এবং নগদ ৩ হাজার ১৬৫ টাকা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পর্যটকদের টার্গেট করে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবানসামগ্রী ছিনতাই করত। কখনো কখনো পর্যটকদের আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়েরও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার মো. ওমর ফারুক (১৯), মধ্যম নুনিয়ারছড়ার মো. আবুল হোসাইন (১৯), খুরুশকুল উত্তর মামুন পাড়ার মো. মোবারক উল্লাহ (২৪) ও কক্সবাজার সদরের মো. শাহজাহান (২২)।

র‍্যাব কর্মকর্তা দেবজিত পাল জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন মৌসুমে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৫ এর এমন তৎপরতা অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট