চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৪ | ২:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মো. মাহাফুজুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বুধবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহাফুজ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব পদুয়া মাঝের দোকান এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।

 

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেবজিত পাল বলেন, বুধবার রাতে চকরিয়া থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে মহাসড়কে অস্থায়ী চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে র‌্যাব।

 

তিনি বলেন, একপর্যায়ে চকরিয়ার দিক থেকে আসা ‘চকরিয়া সার্ভিস লিমিটেড’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। গাড়িতে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়। পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা দুটি বস্তা থেকে ২০ কেজি করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।

 

তিনি আরও বলেন, প্রাথমিক স্বীকারোক্তিতে মাহাফুজ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকের চালান সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করেছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট